বিইউবিটি রোভার স্কাউট গ্রুপের যুগপূর্তি উদ্‌যাপন

চার দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণ ছিল ২৩ ডিসেম্বর একযুগ পূর্তি উৎসব অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) রোভার স্কাউট গ্রুপের ২২তম দীক্ষা অনুষ্ঠান, বার্ষিক গ্রুপক্যাম্প-২০২২ ও একযুগ পূর্তি উৎসব ২১-২৪ ডিসেম্বর বিইউবিটি স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চার দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল ২৩ ডিসেম্বর একযুগ পূর্তি উৎসব অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবিটি ট্রাস্টের চেয়ারম্যান মো. সামশুল হুদা।

এতে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম), মো. আতিকুজ্জামান রিপন, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক অধ্যাপক মো. এনামুল হক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবিটি ট্রাস্টের সদস্য অধ্যাপক মিঞা  লুৎফার রহমান।

বিইউবিটি রোভার স্কাউট গ্রুপের একযুগ পূর্তি উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এ ছাড়াও বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্যরা, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।

একযুগ পূর্তি উৎসবের এই আয়োজনে সাবেক ও বর্তমান সকল রোভার স্কাউটেরা মিলিত হয়েছিলেন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপ সম্পাদক মো. আসিফ-উল-হক। সভাপতিত্ব করেন বিইউবিটি রোভার স্কাউট গ্রুপের সভাপতি বিউবিটি উপাচার্য অধ্যাপক মো. ফৈয়াজ খান।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। রোভারদের অংশগ্রহণে গোটা পরিবেশ ছিল উৎসব মুখর।