খিলগাঁও এলাকায় দুটি রেস্তোরাঁ সাময়িক বন্ধ করল রাজউক
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় দুটি রেস্তোরাঁ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত এমনটা করেন। আদালত প্রতিষ্ঠান দুটিকে কাগজপত্র ঠিক করার সময় বেঁধে দেন।
অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে এবং ইমারত বিধিমালা অনুযায়ী ভবন ব্যবহারের ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে রাজউক। আজ বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির পরিচালক (অডিট ও বাজেট) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে চারটি রেস্তোরাঁ পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন ইমারত পরিদর্শক রকিব উদ্দিন। আজ সন্ধ্যায় মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় দুটি প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়ে তাদের সময় দেওয়া হয়েছে। বাকি দুটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে সময় বেঁধে দেওয়া হয়েছে।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর পর সরকারি সংস্থাগুলো নিজেদের মতো করে অভিযান চালাচ্ছে। যদিও সংস্থাগুলো বলছে, তারা বছরব্যাপী অভিযান পরিচালনা করে আসছে।
খিলগাঁও এলাকায় অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, কয়েকটি বহুতল ভবন অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে রেস্তোরাঁ ভাড়া দিয়েছে। সেগুলোতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তার বিষয় নিশ্চিত না করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিদর্শনের সময় দেখা গেছে, কিছু কিছু ভবন আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দিয়েছে। এসব ভবনের মালিকদের সতর্ক করা হয়েছে।