ঢাকায় বেপরোয়া গতির গাড়ি ঢুকল যাত্রীছাউনিতে, শিশু নিহত

প্রতীকী ছবি

রাজধানীতে বেপরোয়া গতির একটি গাড়ি যাত্রীছাউনিতে উঠে গেলে এক শিশু নিহত ও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার রাতে খিলক্ষেত কাঁচাবাজারসংলগ্ন যাত্রীছাউনিতে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার প্রথম আলোকে এ কথা জানান।

ওসি রাতে প্রথম আলোকে বলেন, বুধবার রাত সোয়া নয়টার দিকে শিশু ইয়াছিনকে (৮) সঙ্গে নিয়ে তার বাবা রায়েরবাজারের বাসা থেকে নিকুঞ্জে ইয়াছিনের দাদার বাড়িতে যাওয়ার জন্য খিলক্ষেত কাঁচাবাজারে নামেন। রাস্তা পার হওয়ার জন্য ইয়াছিনকে তার বাবা খিলক্ষেত কাঁচাবাজারসংলগ্ন যাত্রীছাউনিতে দাঁড়ান। একপর্যায়ে একটি প্রাডো গাড়ি বেপরোয়া গতিতে এসে যাত্রীছাউনিতে দাঁড়ানো লোকজনের ওপর উঠে যায়। এতে শিশু ইয়াছিন ঘটনাস্থলে নিহত হয়।

ওসি আমিনুল বাশার আরও বলেন, ইয়াছিনের বাবাসহ কয়েকজন পথচারী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবার নাম জানা যায়নি। গাড়িটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।