সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম ঢাকায় আটক

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমছবি: ফেসবুক থেকে নেওয়া

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে শামসুল আলমকে আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, শামসুল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।