মিরপুরে বিহারি ক্যাম্পে জমে আছে পানি, দুর্ভোগে বাসিন্দারা

রাজধানীর মিরপুরের কুর্মিটোলা পূর্ব বিহারি ক্যাম্পের বেশির ভাগ ঘরে পানি জমে আছে
ছবি: প্রথম আলো

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় আজ শুক্রবারও দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর মিরপুরের কুর্মিটোলা পূর্ব বিহারি ক্যাম্পের বাসিন্দারা।

আজ দুপুরের দিকে ক্যাম্পে গিয়ে দেখা যায়, ভেতরে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। ক্যাম্পের বেশির ভাগ ঘরেই পানি জমে রয়েছে। এই অবস্থায় ক্যাম্পের অনেক বাসিন্দা চৌকি বা খাটের ওপর অবস্থান নিয়ে দিন পার করছেন।

রাজধানীতে গতকাল সন্ধ্যার পর টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। এতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও এলাকা। আজ শুক্রবার দুপুর নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় এই জলাবদ্ধতা দেখা গেছে।

আরও পড়ুন
ক্যাম্পের বাসিন্দারা বলছেন, ঘরে পানি জমে থাকায় রান্নাবান্না করা যাচ্ছে না
ছবি: প্রথম আলো

মিরপুরের কুর্মিটোলা পূর্ব বিহারি ক্যাম্পের বাসিন্দারা বলছেন, ভারী বৃষ্টি থেমে যাওয়ার ১২ ঘণ্টার বেশি সময় পার হলেও পানি নামছে না। ক্যাম্পের পাশের খালটি ভরাট করায় পানি সরছে না। ফলে গতকাল রাত থেকে তাঁদের চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তারামুন্নি নামের ক্যাম্পের এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, গতকাল রাতেই ঘরের তোশক-বালিশসহ সব ভিজে গেছে। তাঁরা গত রাতে ঘুমাতে পারেননি। কোনোমতে রাত পার করেছেন। কিন্তু এখনো ঘরে পানি জমে আছে।

ক্যাম্পের বাসিন্দারা বলছেন, ঘরে পানি জমে থাকায় রান্নাবান্না করা যাচ্ছে না। যাদের ঘরে শিশু আছে, তাদের দুর্ভোগ আরও বেশি।

আরও পড়ুন
ক্যাম্পে যাদের ঘরে শিশু আছে, তাদের দুর্ভোগ আরও বেশি
ছবি: প্রথম আলো

ক্যাম্প প্রতিনিধি মো. ফিরোজ প্রথম আলোকে বলেন, পাশেই একটি খাল ছিল। বৃষ্টি হলে এই খাল দিয়ে পানি নেমে যেত। কিন্তু সম্প্রতি খালটি ভরাট করে ফেলা হয়েছে। তাই একটু বৃষ্টি হলেই ক্যাম্পে পানি জমে যায়।

স্থানীয় কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, খালে বাঁধ দেওয়ায় পানি সরছে না। তাঁরা পানি নামাতে ব্যবস্থা নিচ্ছেন।

আরও পড়ুন