নিউমার্কেটের আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার আহ্বান মেয়র তাপসের

পুড়ে যাওয়া নিউ সুপার মার্কেট ভবন দেখতে যান মেয়র শেখ ফজলে নূর তাপস
ছবি: সংগৃহীত

বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় শঙ্কা প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কোনো রকম নাশকতা করা হচ্ছে কি না, বিষয়টা আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

মেয়র আরও বলেন, ‘আমরা লক্ষ করেছি, গতকালও আগুন লেগেছে। গত পরশু আগুন লেগেছে। এর আগে বঙ্গবাজারের যে বৃহত্তর ক্ষতি, আগুন আমরা সবাই দেখেছি। সুতরাং আমি সরকারের উচ্চ মহলের সবাইকে অনুরোধ করব, গোয়েন্দা সংস্থাসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই বিষয়টা আরও খতিয়ে দেখবে। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই বের করতে হবে।’

আজ শনিবার বিকেলে নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেট ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেয়র ফজলে নূর তাপস।

অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন, সিটি করপোরেশন আগুন লাগিয়ে দিয়েছে, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা লক্ষ করছি, জাতীয় পর্যায়েরও গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম এমন হয়ে গেছে যে চিলে কান নিয়ে গেছে, সবাই চিলের পেছনে দৌড়াচ্ছে। এই পদচারী–সেতুটা গত বছর ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। তারপরও আমরা লক্ষ করি যে হাজার হাজার মানুষ এটি ব্যবহার করে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করে এটি ভাঙার কার্যক্রম নেওয়া হয়েছে। এর সঙ্গে আগুনের কোনো সংশ্লিষ্টতা নেই।’

এ প্রসঙ্গে মেয়র আরও বলেন, ‘এখন কাকতালীয়ভাবে দেখা গেছে যে ভাঙার কাজ ৫টা ১৫, ২০–এ (মিনিটে) শেষ হয়েছে এবং ৫টা ৫০–এর দিকে দেখা গেছে, পার্শ্ববর্তী এই মার্কেটে আগুন লেগেছে। কেউ কেউ এটার সঙ্গে এটা মেলানো বা সংশ্লিষ্টতা খোঁজার অপচেষ্টা করছে।’

পুড়ে যাওয়া নিউ সুপার মার্কেট প্রসঙ্গে মেয়র বলেন, ‘এখানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র লাগাতে গিয়ে সব মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যে প্রবেশদ্বার উন্মুক্ত রাখার কথা, সেগুলো বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বলব, এসব করা থেকে আপনারা বিরত থাকবেন। নকশাবহির্ভূত কোনো স্থাপনা করবেন না। এভাবে মার্কেট বন্ধ করে দিলে পরিণতি কী ভয়াবহ হতে পারে, সবাই তা লক্ষ করছি।’

অতি ঝুঁকিপূর্ণ মার্কেট ঝুঁকিমুক্ত করতে কোনো উদ্যোগ নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র শেখ তাপস বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় স্থায়ী কমিটি করেছি। দুর্যোগ–পরবর্তী সভা করেছি। কিন্তু এখন প্রতিদিনই আগুন লাগছে। তাই সেভাবে সময় পাচ্ছি না। ঈদের পর এ বিষয়গুলো নিয়ে সব মহলের সঙ্গে চুলচেরা বিশ্লেষণ করে সুষ্ঠু ব্যবস্থাপনায় নজর দেওয়া হবে। কিন্তু যেভাবে প্রতিদিন আগুন লাগছে, এটা নিয়ে শঙ্কিত যে কোনো নাশকতা করা হচ্ছে কি না।’

সব কটি অগ্নিকাণ্ড ভোরের দিকে হচ্ছে, জানতে চাইলে মেয়র বলেন, ‘যখন সাহ্‌রি করে ঘুমাতে যাই, ফজরের নামাজ শেষ করে ঘুমাতে যাই, সেই সময়ে আমরা দেখছি, বারবার আগুন জ্বলে উঠছে বা লাগছে। বিষয়টি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও প্রশাসন আরও খতিয়ে দেখবে বলে আশা করছি।’

আরও পড়ুন