লিথোগ্রাফি প্রদর্শনী: বিপর্যয়ের শৈল্পিক ছবি

‘গ্রাফিকস-৭৯’ শীর্ষক প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবীসহ অন্যরা। ‘গ্যালারি কায়া’, উত্তরা, ঢাকা, ১১ আগস্ট
ছবি: খালেদ সরকার

আকাশে পূর্ণিমার চাঁদ। জ্যোৎস্না গায়ে মেখে গাছের মাথায় বসে আছে বকের ঝাঁক। নিচে লতাগুল্ম। মাটি ভেদ করে গজিয়ে উঠেছে তীক্ষ্ণ শ্বাসমূল। সুন্দরবনের এমন দৃশ্যটি এঁকেছেন শিল্পী কামরুজ্জামান সাগর।

আজ শুক্রবার থেকে রাজধানীর উত্তরার ‘গ্যালারি কায়া’–তে শুরু হয়েছে লিথোগ্রাফি মাধ্যমে করা কামরুজ্জামান সাগরের ৭৯টি শিল্পকর্ম নিয়ে ‘গ্রাফিকস -৭৯’ শীর্ষক একক প্রদর্শনী। এ প্রদর্শনী চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

সুন্দরবনে পূর্ণিমার চাঁদের চিত্রটির মতো প্রদর্শনীর সব শিল্পকর্ম অবশ্য নয়নাভিরাম নয়। বরং, এই সুন্দর প্রাণ, প্রকৃতি, পরিবেশ দূষণে–দখলে কেমন বিপন্ন হয়ে পড়েছে, সেই বিপর্যয়ের ছবিই কামরুজ্জামান সাগর তুলে ধরেছেন দর্শকদের সামনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী প্রধান অতিথি হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বলেন, কামরুজ্জামান সাগরের কাজ প্রধানত বিষয়ভিত্তিক। বাস্তব ধারার আবহ থেকে শুরু হয়ে অনেক সময় তা পরাবাস্তব ব্যঞ্জনার সৃষ্টি করে। চারপাশের খুব চেনা সাধারণ বিষয়বস্তুকে তিনি নিজের মতো করে সাজিয়ে উপস্থাপনার বিশেষ পারঙ্গমতায় একরকম ভিন্ন মাত্রা দিয়ে থাকেন।

শিল্পকর্মগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে রফিকুন নবী বলেন, ছাপচিত্রের একটি বিশেষ মাধ্যম লিথোগ্রাফ। আগে পাথরের ফলকে লিথো প্রিন্ট করা হতো। এখন পাথরের পরিবর্তে ধাতব প্লেটে করা হচ্ছে। এটা অত্যন্ত শ্রমসাধ্য এবং বিশেষ দক্ষতার দাবি করে। কামরুজ্জামান মাধ্যমটিতে তাঁর দক্ষতা ও উৎকর্ষের প্রমাণ রেখেছেন।

এ সময় কামরুজ্জামান সাগর বলেন, তিনি মূলত পরিবেশ বিপর্যয়, বৈশ্বিক উষ্ণায়ন, উদ্বাস্তু সমস্যা ও মহামারির মতো বিষয়গুলো নিয়েই কাজ করেছেন। এগুলো জীবনযাত্রা, প্রকৃতি ও পরিবেশের ওপর যে বিপর্যয়কর প্রভাব সৃষ্টি করেছে, তা তিনি কখনো সরাসরি, আবার কখনো প্রতীক ও রূপকের মধ্য দিয়ে শিল্প–সুষমাময় করে তুলে ধরতে চেষ্টা করেছেন।

গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, গ্যালারি কায়ার ২০তম বছর চলছে। শুরু থেকে শিল্পের বিভিন্ন মাধ্যমের কাজ উপস্থাপনের যে চেষ্টা চলছে, তারই ধারাবাহিকতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্লেট লিথো এখন ছাপচিত্রকলার একটি নতুন সংযোজন। ক্রমেই এটি জনপ্রিয় হয়ে উঠছে। শিল্পী কামরুজ্জামান সাগর এই মাধ্যম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি এর সুযোগ ও সম্ভাবনা ভালো করে কাজে লাগিয়ে তাঁর শিল্পকর্মকে রসোত্তীর্ণ করে তুলেছেন।

কামরুজ্জামান সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক হিসেব দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শিল্পচর্চা করছেন। ঢাকায় এটি তাঁর দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী। গত মাসেই বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় তাঁর একটি একক প্রদর্শনী হয়েছে। এ ছাড়া দেশে ও বিদেশের বহু দলগত প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।