বৃষ্টি শেষে সোনালি রোদ

বইমেলার স্টলে সারি সারি বই থেকে বই নিয়ে নেড়েচেড়ে দেখছেন পাঠকেরা। গতকাল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেছবি: তানভীর আহাম্মেদ

বেলা গড়ালে কালো মেঘ এসে ভিড়ল আকাশে। যানবাহনের আওয়াজ আর নাগরিক কোলাহল ছাপিয়ে বার কয়েক সেই মেঘের একটু গুড়ু গুড়ু ডাক কানে এল। তারপর ছিটেফোঁটা করে ঝরতে ঝরতে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। থেমেও গেল দ্রুতই। ওই একপশলা বৃষ্টিতে ভিজে ধুলা-ময়লা জমে থাকা গাছগাছালির পাতা ফিরে পেল তার সবুজ রং। আর অমর একুশে বইমেলার মাঠের ধুলার দাপটও ঘুচে গেল।

একুশের পরের দিনে গতকাল বৃহস্পতিবার ভালো বিক্রির আশা নিয়েই স্টলের ঝাঁপ খুলেছিলেন বিক্রেতারা। বেলা তিনটায় মেলা শুরুর পর থেকেই আকাশে মেঘ আর তারপর বৃষ্টি নামায় বেশ শঙ্কায় ছিলেন তাঁরা। তবে দ্রুত একপশলা বৃষ্টির পর মেঘ কেটে গিয়ে আকাশ ভরে যায় বেলা শেষের সোনালি রোদে। গ্রন্থানুরাগীদের আগমন ঘটতে থাকে মেলায় আর তাতে বিক্রেতাদেরও দুর্ভাবনার অবসান ঘটে। সন্ধ্যার আগেই প্রাণবন্ত হয়ে ওঠে মেলার পরিবেশ।

ফ্যাশন শো আর ফটোসেশন

বইমেলা যেন ক্রমেই নিউ মিডিয়ার ভাইরাল তারকাদের ফ্যাশন শো আর ফটোসেশনের জায়গা হয়ে উঠছে। তারা নিয়ে আসছে ‘ভাইরাল বই’। লোকজন ব্যস্ত তাদের সঙ্গে ছবি তুলতে। সবকিছুতেই এখন ভাইরাল ট্রেন্ড চলছে। এই ধারা চলতে থাকলে দেশের প্রকাশনার মান কীভাবে কতটা এগোবে, তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করলেন অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন। তিনি বললেন, ভালো বই, বিষয়বৈচিত্র্যের বই মেলায় আসছে খুব কম। বইমেলায় সাধারণত উপন্যাস বা বৈজ্ঞানিক কল্পকাহিনির ভালো চাহিদা থাকে। তিনি বললেন, এবার ভালো মানের উপন্যাস ও কল্পকাহিনি কম এসেছে, এ ধরনের বইয়ের চাহিদাও কমেছে। এগিয়ে থাকা পাঠকেরা মননশীল প্রবন্ধ, গবেষণা বা বিষয়বৈচিত্র্যের বই খুঁজে নিচ্ছেন। তাঁরা অবশ্য জানেন এ ধরনের বই কারা প্রকাশ করে। সেই সব প্রকাশনীতে কিন্তু বিক্রি ভালো। সৈয়দ জাকির বললেন, এটা একটা ইতিবাচক দিক।

নতুন বই

গতকাল মেলার নতুন বইয়ের তালিকায় নাম উঠেছে ৭৮টি। প্রথমা প্রকাশনের স্টলে কথা হলো নিকুঞ্জ এলাকা থেকে আসা ঢাকা স্টক এক্সচেঞ্জের চাকুরে ইশতিয়াক হাসানের সঙ্গে। তিনি কিনতে চেয়েছিলেন জিয়াউদ্দিন চৌধুরীর দুই জেনারেলের হত্যাকাণ্ড: ১৯৮১–র ব্যর্থ সামরিক অভ্যুত্থান বইটি। বিক্রেতারা জানালেন, বইটি দারুণ চলেছে। প্রথম মুদ্রণ শেষ, পরের মুদ্রণ শিগগিরই আসবে। বইটির জন্য আরেক দিন মেলায় আসবেন বলে জানিয়ে ইশতিয়াক কিনলেন আনু মুহাম্মদের অর্থশাস্ত্র: ইতিহাস দর্শন রাষ্ট্রনীতি ও মহিউদ্দিন আহমদের প্লাবনভূমির মহাকাব্য: পলাশী থেকে পাকিস্তান। এর আগে জ্ঞানকোষ থেকে তিনি কিনেছেন আবদুল্লাহ ইবনে মাহমুদ অনূদিত মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান।

প্রথমায় গতকাল মতিউর রহমান সম্পাদিত পঁচাত্তরের অস্থির সময়: ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের অকথিত ইতিহাস, সৈয়দ আবুল মকসুদের ভাসানীচরিত: মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী; আসিফ নজরুলের সংবিধান বিতর্ক ১৯৭২ বইগুলো ভালো চলেছে বলে বিক্রয় প্রতিনিধিরা জানিয়েছেন।

মেলায় আসা অন্য প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ইউপিএল এনেছে মোহসীন উল হাকিমের সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প, কথাপ্রকাশ এনেছে আশানুর রহমানের প্রবন্ধ লেনিন, ঐতিহ্য এনেছে আসাদুজ্জামান নূরের আত্মকথা নিরালা নীলে, জার্নিম্যান এনেছে গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের জীবনী নিয়ে তাঁর স্ত্রী জোহরা গাজীর লেখা আগুনের সাথে বসবাস।

আজ শুক্রবার বইমেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।