গুলিস্তানে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গতকাল মঙ্গলবার গভীর রাতে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোর মারা গেছে। তার নাম মো. রাসেল (১৭)। সে পল্লবী এলাকার মোটরসাইকেল মেরামতের একটি কারখানায় কাজ করত।
নিহত রাসেলের ভাই মো. হোসেন আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল গভীর রাতে রাসেল আরেকজনের মোটরসাইকেলে তার দুই সহকর্মীকে নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে খেতে যায়। সেখানে খাবার খেয়ে ফেরার পথে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় একটি কাভার্ড ভ্যান তাদের বহন করা মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা তিনজন আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আহত অবস্থায় রাসেলসহ তিনজনকে আজ ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিক (১৯) ও এনামুলকে (২৩) ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাসেলের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামে। তার বাবার নাম মো. সিরাজুল হক। সে সপরিবারে মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় থাকত। তিন ভাই ও দুই বোনের মধ্যে রাসেল ছোট।