চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচি

চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচি। পুলিশ সদর দপ্তরের সামনে, ফুলবাড়িয়া, রাজধানী, ১২ জানুয়ারি ২০২৫ছবি: প্রথম আলো

চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তাঁদের অভিযোগ, প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরি ফেরত পাওয়ার রায় পেলেও তাঁদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না।

আজ রোববার সকালে চাকরিচ্যুত অর্ধশতাধিক পুলিশ সদস্য এ কর্মসূচি পালন করেন।

গরহাজিরার কারণে চাকরি চলে গেছে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়ার। অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে কনস্টেবল থেকে এসআই পদে কর্মরত অন্তত ২৬১ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরি পুনর্বহালের রায় পেয়েছেন, কিন্তু পুলিশ সদর দপ্তর তাঁদের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করেছে। সে কারণে তাঁরা চাকরিতে ফিরতে পারছেন না।

জাকারিয়া বলেন, ‘হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পুরো প্রক্রিয়াটি শেষ করতে ১৪ বছর সময় লাগবে। এত দিন চাকরি ছাড়া আমরা কীভাবে সংসার চালাব?’ তাই দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

ঝিনাইদহ জেলায় চাকরি করার সময় মাদক উদ্ধারের একটি অভিযানে গিয়ে র‍্যাবের কয়েকজন সদস্যের সঙ্গে মারামারির ঘটনায় চাকরিচ্যুত করা হয় সোহেল আহমেদ নামের এক কনস্টেবলকে। তিনি বলেন, ওই অভিযানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সঙ্গে ছিলেন। ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারও চাকরি যায়নি। কনস্টেবল বলে তৎকালীন পুলিশ সুপার তাঁকে চাকরিচ্যুত করেছেন।

সোহেল বলেন, ‘আমরা প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরি ফিরে পাওয়ার রায় পেয়েছি, কিন্তু চাকরিতে যোগ দিতে পারছি না।’