সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় লেগুনা থেকে পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকাল আটটার দিকে মিরপুরের শাহ আলী মাজার ও দিয়াবাড়ি সড়কের মধ্যবর্তী স্থানে দারুস সালাম থানার জাহানারাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শিশুটির পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল জিনসের প্যান্ট, নীল হাফ হাতা গেঞ্জি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন লেগুনার চালক শামীম হোসেন। তিনি বলেন, গাবতলীর পর্বত থেকে মিরপুর ১ নম্বর যাত্রী নিয়ে যাওয়ার পথে গাবতলীগামী বালুবাহী একটি ট্রাক লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় লেগুনার পেছন থেকে পড়ে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। সে লেগুনার পেছেন ঝুলে আসছিল। শিশুটি বিভিন্ন লেগুনায় চালকের সহকারী হিসেবে কাজ করে বলে জানতে পেরেছেন।

চালক শামীম বলেন, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে চেষ্টা চলছে।