লতিফ সিদ্দিকীসহ ঢাবির শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে (কার্জন) অবরুদ্ধ করেছে একদল ব্যক্তি

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিতে গিয়ে অবরুদ্ধ হন সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান। ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়া একদল ব্যক্তি তাঁদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন। আলোচনায় শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন।