আবার গুলিস্তানে ভরদুপুরে বাসে আগুন

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৪ ডিসেম্বর।ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ভরদুপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি তানজিল পরিবহনের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আজ সোমবার বেলা ২টা ২৩ মিনিটে ওই বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, বলেছে ফায়ার সার্ভিস।

তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ৪ ডিসেম্বর, গুলিস্তান, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ

গতকাল রোববারও বেলা ২টা ৫০ মিনিটে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে ভিক্টর ক্ল্যাসিক নামে একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি গতকাল সকাল ছয়টায় শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচি চলবে কাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।