রাজধানীর একটি ছাপাখানা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। এ ঘটনার পর থেকে ছাপাখানার মালিকও নিখোঁজ রয়েছেন।
এই দুজন হলেন ফকিরাপুল এলাকার হেরার জ্যোতি ডিজাইন অ্যান্ড প্রিন্টিংয়ের মালিক ও গ্রাফিকস ডিজাইনার মমিনুল ইসলাম এবং তাঁর কর্মচারী সাইফুল ইসলাম।
মমিনুলের শ্যালক মাসুম বিল্লাহ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে মমিনুল ও সাইফুলের খোঁজ পাচ্ছিলেন না তাঁরা। দুজনের মুঠোফোনও বন্ধ ছিল। পরে তাঁরা মতিঝিল ও পল্টন থানায় যোগাযোগ করেন। কিন্তু কোনো তথ্য পাননি। এ ছাড়া ডিবি কার্যালয়ে গেলে বলা হয়, ওই দুজনের নামের কাউকে তারা আনেনি।
মাসুম বিল্লাহ বলেন, পরে বুধবার সন্ধ্যার দিকে মতিঝিল থানায় নিখোঁজ–সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানকে তাঁদের সঙ্গে পাঠানো হয়।
এরপর মোস্তাফিজুর ঘটনাস্থলের আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ বিশ্লেষণ করে দেখেন জানিয়ে মাসুম বিল্লাহ বলেন, মঙ্গলবার বেলা একটার দিকে ফকিরাপুলের আলিজা টাওয়ারে অবস্থিত ছাপাখানা থেকে সাইফুল কম্পিউটার নিয়ে নিচে নামছিলেন। তাঁর সামনে ও পেছনে ছিলেন দুজন করে সাদাপোশাকধারী ব্যক্তি। পরে এসআই মোস্তাফিজুর যোগাযোগ করে নিশ্চিত হন, দুজনই ডিবির হেফাজতে আছেন।
মাসুম বিল্লাহ আরও বলেন, ধারণা করা হচ্ছে, (ছাপাখানার) নিচ থেকে তাঁর ভগ্নিপতি মমিনুলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুজনকে ডিবি তুলে নিয়ে গেছে, তার কারণ সম্পর্কে জানেন না তাঁরা।
এ বিষয়ে বুধবার রাতে জানতে ডিবি মতিঝিলের উপকমিশনার রাজীব আল মাসুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।
তবে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা নিশ্চিত হয়েছেন, মমিনুল ও সাইফুল ডিবি পুলিশের হেফাজতে আছেন।