সায়েদাবাদে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর সায়েদাবাদে মেয়র হানিফ উড়ালসড়কের নিচে আজ বুধবার সন্ধ্যার পর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক আজ প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের নিচে একটি যাত্রাবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যেতে সক্ষম হয়। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, বাসটি রাইদা পরিবহনের। রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সারা দেশে মোট ১৯২টি যানবাহনে আগুন দেওয়া হলো। এর মধ্যে শুধু রাজধানীতেই ১০১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে তিনটি ট্রেনেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সূত্র ও প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে।