যাত্রাবাড়ীতে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

লাশের প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে হাত–পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে যাত্রাবাড়ীর গ্রীন মডেল টাউন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা ওই যুবককে খুন করেছে বলে ধারণা পুলিশের। তাঁর নাম-ঠিকানা উদঘাটন করার চেষ্টা চলছে।

ওসি আবুল হাসান আরও জানান, রিনা নামের এক নারী দাবি করেছেন নিহত যুবক তাঁর সন্তান। তবে ফরেনসিক পরীক্ষা শেষে প্রকৃত অভিভাবকের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।