অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু
রাজধানীর রামপুরার বনশ্রীতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আশিকুর রহমান (২৪)। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও নিহত আশিকুরের স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
আশিকুরের বড় ভাই হেদায়েতুল ইসলাম বলেন, আশিকুর সকালে মোটরসাইকেল নিয়ে বের হন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হেদায়েতুল জানান, তাঁরা বনশ্রীর এ–ব্লকের ৫ নম্বর রোডের ২১ নম্বর বাসায় থাকেন। তাঁর বাবার নাম এ কে আবদুল আমিন। তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ বাজিতপুরে। তাঁর ভাই আশিকুর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন। এখন কিছুই করতেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্ত করবেন চিকিৎসকেরা।