নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সেক্টর কমান্ডারস ফোরাম নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সেক্টর কমান্ডারস ফোরামের একটি প্রতিনিধিদল বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গুলশানে সৌজন্য সাক্ষাৎ করে
ছবি: সংগৃহীত

সেক্টর কমান্ডারস ফোরামের একটি প্রতিনিধিদল বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গুলশানে সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বৃহস্পতিবার সকালে ফোরামের প্রতিনিধিদলের সদস্যরা এ সাক্ষাৎ করেন। তাঁরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সেক্টর কমান্ডারস ফোরামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যচর্চায় নিবেদিত জাতীয় সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় ফোরাম নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফোরামের বিশেষ প্রকাশনা ‘মুজিব স্মারকগ্রন্থ’ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে উপহার দেন।

সেক্টর কমান্ডারস ফোরামের কার্যনির্বাহী সভাপতি ও সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম এ দলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে ছিলেন ফোরামের মহাসচিব ও লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব; যুগ্ম মহাসচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ; যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী; কোষাধ্যক্ষ এম এস এ মনসুর আহমেদ; ফোরামের পাবনা জেলা সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম; ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ আসালত; ঢাকা মহানগর উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর্জা মুজিবুর রহমান; ফোরামের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরী এবং নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমরুল চৌধুরী।