রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় একজন নিহত
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মো. মনির হোসেন (২২)।
জানা গেছে, মনির উত্তরার নিরাপত্তাকর্মী সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বুধবার সকালে বাইসাইকেলে কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
মনিরের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের চৌদাগ গ্রামে। বর্তমানে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। মনির ১১ মাস বয়সের এক ছেলেসন্তানের জনক।
নিহত মনিরের শ্বশুরের নামও মনির হোসেন। জামাতার বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, মনির উত্তরায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তাঁর ডিউটি ছিল। কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন মনির।
মনিরের শ্বশুর আরও বরেন, আহত মনিরকে পথচারীরা উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দুপুরের দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান মনির।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।