আবদুস সোবহান ও এস কে সুর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম। তিনি প্রথম আলোকে বলেন, আবদুস সোবহান, এস কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। আদালতকে জানানো হয়েছে, আবদুস সোবহানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার, বাড়ি–ফ্ল্যাট কেনার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন।
মীর আহমেদ আলী সালাম আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ অনুসন্ধান চলমান। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট আবদুস সোবহান গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।