মেট্রোরেলে কী চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তারকে মেট্রোরেলে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। স্নাতক সম্পন্ন না হওয়ায় আপাতত ১৬তম গ্রেডের তিনটি পদের মধ্যে যেকোনো একটিতে তাঁকে নিয়োগ দেওয়া হতে পারে, যার বেতন ৪০ হাজার টাকার বেশি। এর আগে কর্তৃপক্ষ পরিবারটিকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।