ডেঙ্গু নিয়ে নতুন ১১ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ৯ জন এবং ঢাকার বাইরে ২ জন। বর্তমানে দেশে মোট ৫১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৯ জন এবং ঢাকার বাইরে ৭১ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৮৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ২ হাজার ১২৮ জন এবং ৭৩৭ জন ঢাকার বাইরের।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।