রাজধানীতে কুড়িয়ে পাওয়া বডি স্প্রের বোতল বিস্ফোরণ, শিশুর কবজি প্রায় বিচ্ছিন্ন

হাত ব্যান্ডেজ করে শিশু নূরকে পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছেছবি: প্রথম আলো

রাজধানীর কদমতলীতে কুড়িয়ে পাওয়া বডি স্প্রের বোতল বিস্ফোরণে এক শিশুর কবজি হাত থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম নূর ইসলাম (৮)। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

আহত শিশুটির বাবার নাম মো. টিপু। তিনি রিকশাচালক। মা বিউটি আক্তার বাসাবাড়িতে কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চরফরিদপুরে।

বিউটি আক্তার বলেন, তাঁর ছেলে বাসার পাশে ময়লা–আবর্জনা থেকে বডি স্প্রের একটি বোতল পেয়ে বাসায় নিয়ে আসে। নাড়াচাড়া করতেই বোতলটির বিস্ফোরণ ঘটে। এতে তাঁদের কক্ষটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ছেলের হাত কবজি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

শিশুটিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, প্রাথমিক চিকিৎসার পর আহত শিশুটিকে চিকিৎসকেরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়েছেন।