মিরপুরে অগ্নিকাণ্ড, বাড়ছে মৃতের সংখ্যা

আগুন লাগা পোশাক কারখানার সামনে স্বজনদের খোঁজ পেতে উদ্বেগাকুল মানুষ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের ভাষ্য, রাসায়নিকের গুদামের আগুন এখনও নেভেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোশাক কারখানার নিচতলার ওয়াশ ইউনিট থেকে আগুনের সূত্রপাত। পরে তা রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়ে। গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার-অক্সাইড ছিল।