সকাল থেকেই যানজটে রাজধানী

রাজনৈতিক কর্মর্সূচির কারণে অঅজ রাজধানীতে যানজাট বেড়েছে
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানী ঢাকায় যানজট বড় এক সমস্যা। রাজধানীর কারও কারও দিন শুরু হয় এ যানজটে। নানা কারণে এ যানজট হয়। রাজনৈতিক দলগুলোর কর্মসূচির সঙ্গে এ সপ্তাহে স্কুল খোলায় কিছু যানজট হচ্ছে বলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি আছে। তারপর এ সপ্তাহে স্কুলও খুলেছে। এ সমস্ত কারণে আজকে কিছু যানজট দেখা যাচ্ছে।

মুনিবুর রহমান বলেন, অবস্থান কর্মসূচির কারণে মানুষজন রাস্তায় হাঁটছে এতে করে যানবাহনের গতি শ্লথ হয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবে যানজট দেখা দিচ্ছে। তবে নগরীর সব জায়গায় যানজট নেই যেসব এলাকায় রাজনৈতিক কর্মসূচি আছে এর আশেপাশের এলাকায় যানজট টা একটু বেশি দেখা যাচ্ছে।

আজ ঢাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে দলটি। বিএনপির পাশাপাশি সরকারবিরোধী অন্তত চারটি জোট রাজধানীর জাতীয় প্রেসক্লাব, বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় গণ-অবস্থান করবে।

এর মধ্যে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’ বেলা ১১টা জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বাম গণতান্ত্রিক ঐক্যজোট কাছাকাছি জায়গায় গণ-অবস্থান করবে। ১২-দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকের পাশে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড়-সংলগ্ন এলাকায়, অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এফসিডি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এবং মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম আরামবাগে ইডেন কমপ্লেক্স-সংলগ্ন সড়কে পৃথক গণ-অবস্থান করবে।

বিরোধীদের এ কর্মসূচিকে ঘিরে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজধানীতে ‘সতর্ক পাহারায়’ থাকছে। এর মধ্যে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান ও সমাবেশ এবং মহানগর উত্তর আওয়ামী লীগ বিকেলে মিরপুর সনি সিনেমা হলের পেছনে ‘শান্তি সমাবেশ’ করবে। এ ছাড়া যুবলীগ বেলা ১১টায় ফার্মগেটে ও দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং ছাত্রলীগ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছে।