আজ ঢাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে দলটি। বিএনপির পাশাপাশি সরকারবিরোধী অন্তত চারটি জোট রাজধানীর জাতীয় প্রেসক্লাব, বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় গণ-অবস্থান করবে।

এর মধ্যে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’ বেলা ১১টা জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বাম গণতান্ত্রিক ঐক্যজোট কাছাকাছি জায়গায় গণ-অবস্থান করবে। ১২-দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকের পাশে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড়-সংলগ্ন এলাকায়, অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এফসিডি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এবং মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম আরামবাগে ইডেন কমপ্লেক্স-সংলগ্ন সড়কে পৃথক গণ-অবস্থান করবে।

বিরোধীদের এ কর্মসূচিকে ঘিরে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজধানীতে ‘সতর্ক পাহারায়’ থাকছে। এর মধ্যে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান ও সমাবেশ এবং মহানগর উত্তর আওয়ামী লীগ বিকেলে মিরপুর সনি সিনেমা হলের পেছনে ‘শান্তি সমাবেশ’ করবে। এ ছাড়া যুবলীগ বেলা ১১টায় ফার্মগেটে ও দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং ছাত্রলীগ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছে।