কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম তাহমিদ আবদুল্লাহ। আজ শনিবার রাজধানী ঢাকায় তিনি মারা যান।
তাহমিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী ছিলেন। বিইউবিটি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মৃত্যুর এ তথ্য জানানো হয়েছে।
তাহমিদের মৃত্যুতে বিইউবিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আজ মাগরিবের নামাজের পর বিইউবিটি ক্যম্পাসে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ছাত্র আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সংঘাত-সহিংসতায় ৩৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আজ পর্যন্ত ২৪৮ জন মারা গেছেন। এ নিয়ে গত ২৬ দিনে সারা দেশে মোট ৫৭৯ জন নিহত হয়েছেন।