মনোমুগ্ধকর ‘এয়ার শো’ দেখে দর্শনার্থীদের উচ্ছ্বাস

এয়ার শোতে অংশ নেওয়া উড়োজাহাজ হরেক রকমের রং ছড়াচ্ছে আকাশে

মহান বিজয় দিবস উপলক্ষে মনোমুগ্ধকর ‘এয়ার শো’ হয়েছে ঢাকায়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ‘এয়ার শো’ শুরু হয়। দুপুর ১২টা ১৫ মিনিটে তা শেষ হয়। ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নামে। ‘এয়ার শো’ দেখে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন।