লিট ফেস্টে আসছেন নোবেলজয়ী আবদুলরাজাক গুরনাহ, টিকিট পাওয়া যাবে যেখানে

ঢাকা লিস্ট ফেস্ট নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকেরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ১ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম

করোনাভাইরাস মহামারির কারণে তিন বছর স্থগিত থাকার পর আবারও শুরু হচ্ছে দেশ-বিদেশের সাহিত্যিকদের মিলনমেলা ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল (লিট ফেস্ট)। ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলা একাডেমি প্রাঙ্গণে এই আসরের উদ্বোধন হবে। উৎসব চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এ জন্য শুরু হয়েছে নিবন্ধন।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের আসরে যোগ দেবেন ২০২১ সালে নোবেল পুরস্কারজয়ী তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। এ ছাড়া আসছেন ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী ও শেহান কারুনাতিলাকা।

আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার বিজয়ী আরও লেখক বিভিন্ন সেশনে যোগ দিতে ঢাকায় আসছেন। আলোচনা হবে ১৭৫টির বেশি পর্বে। এ আয়োজনে উপস্থিত হবেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা।

এবার লিট ফেস্টের আয়োজন উপভোগ করতে হলে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মাধ্যমে এই আসরে যুক্ত হওয়ার ঘটনা এবারই প্রথম। অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট স্থানেও পাওয়া যাবে টিকিট। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনো টিকিট লাগবে না। দর্শনার্থীর বয়স ১২ বছরের বেশি হলে টিকিট লাগবে।

ঢাকা লিট ফেস্টের টিকিট পাওয়া যাবে লিট ফেস্টের অফিস (ঢাকার নিকেতনে), মীনা সুইটস (বনানী এক্সপেরিয়েন্স জোন এবং পান্থপথ শাখা), মীনা বাজার (ধানমন্ডি ২৭ আউটলেট, উত্তরা আউটলেট, ইসিবি চত্বর আউটলেট, শান্তিনগর আউটলেট, বনশ্রী ও মগবাজার আউটলেট), বাংলার মিষ্টি (বনানী ও গুলশান আউটলেট), আড়ং (মিরপুর, গুলশান ও উত্তরা আউটলেট) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।

লিট ফেস্টের ওয়েবসাইটে (www.dhakalitfest.com) নিবন্ধন করা যাবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর টিকিটের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ঢাকা লিট ফেস্টের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দৈনিক জনপ্রতি ৫০০ টাকা। তবে একসঙ্গে চার দিনের টিকিট নিতে চাইলে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। সে ক্ষেত্রে একেক দর্শনার্থী ১ হাজার ৫০০ টাকায় চার দিনের টিকিট পাবেন।

তবে শিক্ষার্থীরা কম টাকায় টিকিট কিনতে পারবেন। তাঁরা টিকিট কিনতে পারবেন ২০০ টাকায়। শিক্ষার্থীরা একসঙ্গে চার দিনের টিকিট একসঙ্গে কিনতে পারবেন ৫০০ টাকায়।

নিবন্ধন ও টিকিট প্রাপ্তি নিয়ে ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ  বলেন, ‘লিট ফেস্টে করপোরেট বা সরকারি স্পন্সরশিপের ওপর নির্ভরতা কমিয়ে আরও টেকসই করতে আমরা দর্শক-শ্রোতা ও পাঠকদের সহায়তা চাই। আমাদের আশা, সাহিত্যপ্রেমীরা এই সহনীয় মূল্যের টিকিট কিনে লিট ফেস্টে শামিল হবেন।

বিদেশে অনেক আয়োজনে নিবন্ধনের পরপরও প্রতিটি সেশনের জন্য আলাদা ফি দিতে হয়। সেখানে আমরা এক টিকিটেই সব সেশন উপভোগের সুযোগ রাখছি। আমরা মনে করি, সাধারণ ও শিক্ষার্থীদের টিকিটের মূল্য অনেক সহনীয় রাখা হয়েছে।’