জামায়াতের ২১১ জনের নামে চার মামলা

মালিবাগ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন জামায়াতের কর্মীরা
ছবি: প্রথম আলো

রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতের ২১১ জন নেতা–কর্মীর নামে চারটি মামলা হয়েছে। অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে সাড়ে তিন হাজার ব্যক্তিকে। খিলগাঁও, রামপুরা ও শাহজাহানপুর থানায় পুলিশের পক্ষ থেকে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে এ তথ্য জানান।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে জামায়াতের একটি মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। মিছিলকারী ব্যক্তিদের পুলিশ বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ বলছে, এটি জামায়াত–শিবিরের মিছিল ছিল। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

হায়াতুল ইসলাম বলেন, রাজধানীর রামপুরা, খিলগাঁও ও শাহজাহানপুর থানাধীন এলাকায় জামায়াতের নেতা–কর্মীরা পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা করে, পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়। এসব ঘটনায় খিলগাঁও থানায় দুটি, রামপুরা ও শাহজাহানপুর থানায় একটি করে মামলা হয়েছে।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রামপুরা থানার মামলায় তিনজন, খিলগাঁও থানার মামলায় দুজন এবং শাহজাহানপুর থানার মামলায় একজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। খিলগাঁও থানার দুই মামলায় আসামি করা হয়েছে ৭৫ জনকে। আর রামপুরা থানার মামলায় আসামি করা হয়েছে ৬৩ জনকে। অন্যদিকে শাহজাহানপুর থানার মামলায় ৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখার পর রাজারবাগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, ‘জামায়াত-শিবিরের অতীত নৈরাজ্য আবার ফিরে আসুক, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। গতকাল যেখান থেকে তারা মিছিল বের করেছিল, সেখানে আমাদের পুলিশ ছিল। পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় আমরা মামলা করেছি। যাঁরা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাঁদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন