পুরান ঢাকায় ‘কাঁচির’ আঘাতে আহত কাপড় ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকায় ‘ধারালো’ বস্তুর আঘাতে আহত কাপড় ব্যবসায়ী সেলিম রাজা (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সেলিম।

পরিবার বলছে, গত শুক্রবার বিকেলে কোতোয়ালি থানার ইসলামপুরে বোন জামাইয়ের কাঁচির আঘাতে আহত হন সেলিম। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেলিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত ব্যক্তির বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, সেলিমের কাপড়ের ব্যবসা আছে। টাকাপয়সার লেনদেন নিয়ে ছোট বোন জামাই সুমনের সঙ্গে বেশ কিছু ধরে তাঁর ঝামেলা চলছিল। এই বিষয় সমাধানের জন্য শুক্রবার পারিবারিকভাবে ইসলামপুরে সেলিমের অফিসে বসা হয়। আলোচনা চলাকালে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন অফিসে থাকা কাঁচি দিয়ে সেলিমকে আঘাত করেন। আহত সেলিমকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

অভিযোগের বিষয়ে সুমনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সেলিমের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বাবার নাম নুরুল হক মুন্সি। সেলিম পুরান ঢাকার ইসলামপুরে পরিবার নিয়ে থাকতেন।