সায়েন্স ল্যাব এলাকায় সাত ঘণ্টা পর যান চলাচল শুরু

মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বিকেলের দিকে সায়েন্স ল্যাব এলাকায়ছবি: তানভীর আহাম্মেদ

সাত ঘণ্টার বেশি সময় পর আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল শুরু হয়েছে। দুপুরের পর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সংঘর্ষ হওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাতে দুই পক্ষের নেতা–কর্মীরা এলাকা ছেড়ে গেলে সেখান দিয়ে যান চলাচল শুরু হয়।

রাত সাড়ে আটটার পর ঢাকা কলেজের সামনে থেকে সায়েন্স ল্যাব মোড়ের দিকে এগিয়ে যান পুলিশ ও বিজিবির সদস্যরা। এর আগেই আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় ছেড়ে যে যাঁর মতো চলে যান। এ অবস্থায় প্রথমে কলাবাগান-ধানমন্ডি এলাকার দিক থেকে যানবাহন নিউমার্কেটের দিকে চলতে শুরু করে। পরে এলিফ্যান্ট রোডের দিক থেকেও যানবাহন আসা শুরু হয়। সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ ও বিজিবির সদস্যরা একপাশে অবস্থান নিলে নিউমার্কেটের দিক থেকেও যানবাহন মিরপুরের দিকে চলতে শুরু করে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রতিবাদে আজ দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। একই এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও অবস্থান নেন।

এ অবস্থায় বেলা দেড়টার দিকে সায়েন্স ল্যাব মোড় দিয়ে নিউমার্কেট-কলাবাগান, এলিফ্যান্ট রোড ও ধানমন্ডি এলাকায় চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে সায়েন্স ল্যাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে হামলা চালান ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এর পর থেকে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

ঢাকা কলেজের ফটকের সামনে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হাতে রামদা, রড, লোহার পাইপ, লাঠি নিয়ে অবস্থান নেন। খানিক দূরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও অবস্থান নেন। তখন থেকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।

বিকেল সাড়ে পাঁচটার পর শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের পাশের পপুলার ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের অবস্থান থেকে গুলি করা হয়েছে বলে কয়েক শিক্ষার্থী জানিয়েছেন। ওই এলাকায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে আহত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।