আর্জেন্টিনার রাষ্ট্রদূত ঢাকায় বসেই দেশি খাবারের স্বাদ নিলেন

ঢাকার বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে পেয়ালার ফ্ল্যাগশিপ আউটলেটে আর্জেন্টিনার খাবারের স্বাদ উপভোগ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাছবি: সংগৃহীত

ঢাকায় বসেই আর্জেন্টিনার খাবার! সেই একই স্বাদের বার্গার, চিকেন র‌্যাপ, কেকসসহ নানা খাবার। ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ঢাকায় বসে তাঁর নিজ দেশের এসব খাবার উপভোগ করেছেন।

গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে পেয়ালার ফ্ল্যাগশিপ আউটলেট পরিদর্শন করেন মার্সেলো কার্লোস সেসা। এ সময় সহকর্মীদের নিয়ে আর্জেন্টিনার খাবার উপভোগ করেন তিনি।

এমজিএইচ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পেয়ালা। তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেয়ালার গ্লোবাল বাইট সিরিজের প্রথম সংস্করণে চিমিচুরি চিজবার্গার, চুরাহকো চিকেন র‍্যাপস ও বোলস, বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির নামানুসারে লিও’স পুলড চিকেন এবং কোকোনাট ডুলসে দে লেচে কেক রয়েছে।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো তাঁর দেশের খাবার প্রসঙ্গে বলেন, এখানে নিজ দেশের খাঁটি স্বাদ পাওয়া সত্যিই দারুণ। বিশেষ করে কোকোনাট ডুলস দে লেচে কেকের প্রশংসা করেন তিনি।

পেয়ালা ক্যাফের বিজনেস হেড আরসালান আহমেদ বলেন, গত ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ আরও বাড়িয়ে দিতে পেয়ালার এই উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেয়ালা সামনে আরও গ্লোবাল বাইট সিরিজ আনবে। তবে এর আগে ১২ জুন পর্যন্ত আর্জেন্টিনার খাবারের স্বাদ পাওয়া যাবে।