বিএনপির আরও ৪১ নেতা-কর্মী কারাগারে

আসামিদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়া হচ্ছে। এ সময় অনেকের স্বজন নাম ধরে ডেকে আশ্বাস দেন। ৮ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আজ বুধবার বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর আরও ৪১ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে দলটির ৬৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ দুপুর ১২টার পর গ্রেপ্তার বিএনপি নেতা–কর্মীদের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের অনেকের স্বজনকে দেখা যায় আদালত চত্বরে।

গতকাল মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নান্নু মিয়া নামের এক ব্যক্তিকে। তাঁকে আজ আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে দাঁড়িয়ে নান্নু মিয়ার স্ত্রী শিল্পী খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী একজন লেগুনাচালক। বিএনপি করার কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।’

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকে বুধবার পর্যন্ত ১২ দিনে রাজধানীতে বিএনপির ২ হাজার ৪৮০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, বিএনপির মহাসমাবেশের দিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত আইনশৃঙ্খলা ব্যাহত ও সহিংসতার ঘটনায় ১ হাজার ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে এসব ঘটনায় রাজধানীর ৩৭ থানায় ১১৭টি মামলা করেছে পুলিশ।