ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ ফটকে তালা দেওয়ার দাবি ছাত্রদলের, ছাত্রলীগের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ফটকে দেওয়া ছাত্রদলের তালা
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি ফটকে তালা দেওয়ার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অবশ্য সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তালা দেখা যায়নি।

তবে ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান করতে দেখা গেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের। ছাত্রলীগের নেতারা বলছেন, ছাত্রদল ‘অদৃশ্য পার্টিতে’ পরিণত হয়েছে।

অবরোধের সমর্থনে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকে তালা দিয়ে সেখানে একটি ব্যানার সাঁটিয়ে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। খোঁজ নিয়ে জানা গেছে, এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী সেখানে গিয়ে ব্যানার সরিয়ে ফেলেন। কিছুক্ষণ পর ছাত্রলীগের অন্যান্য হলের একদল নেতা-কর্মীকেও সেখানে যান। এ ঘটনার পর চারুকলাসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট ফটকের সামনের সড়কে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। তাঁরা শাহবাগ থেকে ক্যাম্পাস অভিমুখী সড়কে টহল দেন।

এ ছাড়া ভোরে কার্জন হল, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কেন্দ্রীয় মসজিদের ফটক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফটক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ফটক, শারীরিক শিক্ষা কেন্দ্রের ফচক ও বিজ্ঞান গ্রন্থাগারের ফটকে তালা ঝুলিয়ে অবরোধের সমর্থনে ব্যানার-পোস্টার সাঁটিয়ে দেয় ছাত্রদল। অবশ্য পরে ছাত্রলীগের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তালা ও ব্যানার-পোস্টার সরিয়ে ফেলেন বলে দাবি ছাত্রদলের।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা দেওয়া ও ব্যানার ঝোলানোর কর্মসূচি পালন করেছে। আমাদের কর্মসূচির খবর পেয়ে ছাত্রলীগ রাত থেকেই ক্যাম্পাসে অবস্থানে ছিল।’
অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রেণি ও পরীক্ষা কার্যক্রম প্রায় স্বাভাবিক রয়েছে।

ছাত্রদলের কর্মসূচির খবর পেয়ে ভোর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা। ক্যাম্পাসের সড়কে মোটরসাইকেলের মহড়া দিতেও দেখা যায় কিছু নেতা-কর্মীকে।

ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান। ঢাকা মেডিকেলের মোড়, ৫ নভেম্বর
ছবি: প্রথম আলো

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া বাস্তবে কেউ ক্যাম্পাসের কোনো ফটকে তালা দেখেনি। ছাত্রদল ইনভিজিবল পার্টিতে (অদৃশ্য দল) পরিণত হয়েছে।’