গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত
ডাকাতির ঘটনায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, তৌহিদ আহম্মেদকে সরিয়ে গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে।
ডিএমপি সূত্র জানায়, ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউর ২৯ নম্বর সড়কে একজন ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতি হয়। ডাকাতেরা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গহনাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় গিয়ে কয়েক দিন ঘুরেও মামলা করতে পারেননি। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।