শনির আখড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের অনুষ্ঠানে কয়েকজন অসুস্থ

রাজধানীর দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা আজ বুধবার শনির আখড়ার একটি পার্টি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে অনুষ্ঠান চলাকালে কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ফারজানা আক্তার (১৮), সানজিদা খাতুন (১৮), ফারিয়া আক্তার (১৮), মারিয়া আক্তার (১৮), মারিয়াম (১৮), সাদিয়া আফরিন (১৮), জুই আক্তার (১৮), বুশরা আক্তার (১৮) ও রোজিনা আক্তার (১৭)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা শিক্ষার্থীদের স্বজনেরা প্রথম আলোকে বলেন, অসুস্থ শিক্ষার্থীরা সবাই এবার দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সামনে তাঁদের ফাইনাল পরীক্ষা। সেই উপলক্ষে আজ তাঁরা ওই পার্টি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা পার্টি সেন্টারে দুপুরের খাওয়ার সময় কয়েকজন অচেতন হয়ে পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, অসুস্থ শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত হয়ে একে একে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানতে পেরেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানটি কলেজ ক্যাম্পাসে করতে কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে এইচএসসি পরীক্ষার্থীরা ওই পার্টি সেন্টারে আয়োজন করেন। তাঁরা সেখানে বেলুন ঝুলিয়ে ‘পার্টি স্প্রে’ ব্যবহারের সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে তাঁরা খাওয়ার সময় সবার বমি শুরু হয়। এরপর তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলে সেখানে অধিকাংশই সুস্থ হয়ে ওঠেন। তাঁদের মধ্যে অসুস্থ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খাবারে কোনো সমস্যা ছিল না বলে মনে করছেন পুলিশ কর্মকর্তা ইকবাল। তিনি বলেন, অন্ধকারে স্প্রে করার সময় তা শিক্ষার্থীদের নাকে–মুখে লাগে। আর এতেই তাঁদের বমি হয়।