রাজধানীতে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান। গত রোববার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পিয়াল মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মিরপুর থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, পিয়াল পেশায় ভাসমান শরবত বিক্রেতা। ২২ মার্চ বিকেলে মিরপুর-১ জনতা হাউজিং এলাকায় একজন ক্রেতার টাকা কেড়ে নিচ্ছিলেন মাইনুর হাসান (২১) নামের এক যুবক। পিয়াল এতে প্রতিবাদ করলে মাইনুর তাঁকে ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিনই তাঁকে বাসায় নিয়ে যান স্বজনেরা।

এসআই সিদ্দিকুর রহমান বলেন, গত রোববার পিয়াল বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার দিন পিয়াল মিরপুর থানায় মাইনুরের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। ওই দিনই মাইনুরকে গ্রেপ্তার করা হয়।