নিউ ইস্কাটনে বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু

বোমার বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর ভিড় করেছেন লোকজন। আজ বুধবার রাতে রাজধানীর নিউ ইস্কাটনে

রাজধানীর নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম। তিনি চা খেতে এসেছিলেন, তখন ওপর থেকে বোমা এসে তাঁর মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।