ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর বনানী ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির নিহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন ভ্যানচালক আবুল কালাম হাওলাদার (৪২)।

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বনানীর কাকলীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন শাহজাহান তালুকদার (৬০) নামের এক ব্যক্তি। তিনি দরজির কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, কালাম ভ্যানে মালামাল পরিবহন করতেন। আজ ভোর পাঁচটার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, কালামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। বাবার নাম হাবিব হাওলাদার। কালাম নারায়ণগঞ্জ সদরে পরিবার নিয়ে থাকতেন।

বনানীর দুর্ঘটনার বিষয়ে নিহত শাহজাহানের আত্মীয় অহিদুল ইসলাম বলেন, শাহজাহান বনানীতে একটি টেইলার্সে দরজির কাজ করতেন। কাজ শেষে গতকাল রাত ৯টার দিকে তিনি বাসার উদ্দেশে রওনা হন। কাকলী এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বনানী থানার এসআই শ্যামল আহমেদ প্রথম আলোকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শাহজাহানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।