ঢাকা কলেজের এইচএসসি ৯৬-এর মিলনমেলা

মিলনমেলা যেন হয়ে উঠেছিল একটুকরো ঢাকা কলেজ ক‍্যাম্পাসছবি: সংগৃহীত

‘ঢাকা কলেজ অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন এইচএসসি ৯৬’–এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ময়মনসিংহের ভালুকার একটি রিসোর্টে মিলনমেলার আয়োজন করা হয়।

আনন্দ-ফুর্তি, খেলাধুলা, সংগীতানুষ্ঠান, প্রীতিভোজ আর আড্ডায় কাটে সারা দিন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ব‍্যান্ড ‘সমর্পণ’।

মিলনমেলা যেন হয়ে উঠেছিল একটুকরা ঢাকা কলেজ ক‍্যাম্পাস। দিনভর আনন্দ, আড্ডা, হইহুল্লোড় আর উৎসবের মাঝে সবাই ফিরে গিয়েছিলেন ৩০ বছর আগে ঢাকা কলেজে এইচএসসি পড়ার সময়টায়। বন্ধুত্ব, স্মৃতিকারতা আর আড্ডায় বারবার ফিরে আসছিল ক্লাসরুম, প্রিয় শিক্ষকের মুখ, ছাত্রাবাসের জীবন, ক‍্যানটিন আর শহীদ মিনারের সামনে আড্ডামুখর দিনগুলো। তারুণ্য ভর করেছিল সবার মনে। সকাল থেকে সন্ধ‍্যা তবু যেন আড্ডা ফুরায় না।

মিলনমেলার সার্বিক তত্ত্বাবধান করেন র‍্যাব-১৪–এর সিও (কমান্ডিং অফিসার) ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. মহিবুল ইসলাম খান। এর আহ্বায়ক ছিলেন রায়হান আজাদ। অ‍্যালামনাইয়ের সভাপতি সুজাদুর রহমান ও সাধারণ সম্পাদক মহব্বত হোসাইনের কঠোর পরিশ্রম ও উদ‍্যোগে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আর সদস‍্যদের জন‍্য শুভেচ্ছা উপহার দেন অ্যালামনাই সদস‍্য ব‍্যবসায়ী সেলিমুজ্জামান জুয়েল।

ঢাকা কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাসের পর উচ্চশিক্ষা সম্পন্ন করে অ‍্যালামনাই সদস‍্যরা দেশের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। সরকারি-বেসরকারি চাকরি, আইন-আদালত, ব‍্যবসা-বাণিজ‍্য—সব ক্ষেত্রেই অ‍্যালামনাই সদস‍্যদের অবাধ বিচরণের পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বন্ধুদের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষায় অনেকেই ছুটে এসেছেন দূরদুরান্ত থেকে।