নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, এরপর দাউ দাউ আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তার আগেই বাসটি পুড়ে যায়। বনানী, ঢাকা, ২৭ এপ্রিলছবি: সংগৃহীত

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যখন রাজধানীর বনানী এলাকায় আসে, তখন নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সেই চলন্ত বাসের নিচে চলে যায়। এ সময় মোটরসাইকেল ও বাসে আগুন ধরে যায়। পথচারীরা মোটরসাইকেলের চালককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। আজ শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কুর্মিটোলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, বনানীর নৌবাহিনীর সদর দপ্তরের সামনে হঠাৎ মোটরসাইকেলচালক ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে যান। ঘর্ষণের ফলে বাসের নিচে থাকা মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এরপর সেই আগুন বাসেও ধরে যায়। বাসের যাত্রীরা দ্রুত নিরাপদে নামতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক প্রথম আলোকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে যাওয়া মোটরসাইকেলটিকে কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায় বাসটি। তখন আগুন ধরে যায়। এতে গুরুতর জখম হন মোটরসাইকেলচালক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় বাসযাত্রীদের কেউ আহত হননি বলে জানান ওসি কাজী সাহান। ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।