রাজধানীতে ১৭ শতাংশ খাসজমি উদ্ধার

বালু ব্যবসায়ীদের কাছ থেকে খাসজমি উদ্ধারের পর সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ঢাকা, ০৪ জুলাইছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় বেদখল হওয়া ১৭ শতাংশ খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জমিটি দখলে রেখে বালুর ব্যবসা করে আসছিলেন স্থানীয় প্রভাবশালীরা। বৃহস্পতিবার সেখানে অভিযান পরিচালনা করে এ জমি উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, কদমতলী মৌজায় ‘ঢাকা ম্যাচ ফ্যাক্টরি’–সংলগ্ন জমিতে দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা বালু সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। পরে খাসজমির সীমানা চিহ্নিত করে লাল নিশান ও সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসনের মালিকানা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

মাহামুদুল হাসান আরও বলেন, জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মতিঝিল রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, স্থানীয় থানার পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাসজমি ভূমিদস্যু ও দখলদারেরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। জমিগুলো উদ্ধার ও সংরক্ষণে জেলা প্রশাসন তৎপর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।