হাতিরঝিলে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় বাসচাপায় দশম শ্রেণির স্কুলছাত্র মারা গেছে। তার নাম মেহেদী হাসান (১৭)। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন দেব।

সুজন দেব বলেন, আজ বেলা ১১টার দিকে হাতিরঝিল থানাধীন রামপুরার টিভি সেন্টারের বিপরীতে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে ছিটকে পড়ে মোটরসাইকেলের আরোহী মেহেদী গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেদীর গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তার বাবার নাম আবুল কাশেম। পেশায় তিনি একজন ব্যবসায়ী। রামপুরা এলাকায় মা–বাবার সঙ্গে থাকতেন মেহেদী।
এসআই সুজন দেব বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।