ঢাকায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, বাঁচাতে এসে আহত বড় ভাই

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ছুরিকাঘাতের সময় যুবককে তাঁর বড় ভাই বাঁচাতে আসেন। এ সময় তাঁকেও ছুরিকাঘাত করা হয়।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত যুবকের নাম মোহাম্মদ রনি (২৮)। তিনি পেশায় গাড়িচালক। আর তাঁর বড় ভাইয়ের নাম রফিক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। মোরশেদ নামে এক ব্যক্তি এ ঘটনায় সন্দেহভাজন বলেন তিনি। তাঁকে ধরার চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, তেজগাঁওয়ের শাহীনবাগ এলাকায় বসবাস করতেন মোহাম্মদ রনি। ছুরিকাঘাতের পর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির ভাগনে মো. জুয়েল বলেন, ছুরিকাঘাত করার সময় ছোট মামা রনিকে বাঁচাতে ছুটে আসেন তাঁর বড় মামা রফিক। তখন তাঁকেও ছুরিকাঘাত করা হয়।