বকশীবাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, এসবি কর্মীর মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর বকশীবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম তোফাজ্জল হোসাইন (৪০)। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বকশীবাজার মোড়ে ফজলে রাব্বি হলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ঠিকানা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির গ্লাস ভেঙে বাসের যাত্রী তোফাজ্জলের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন বলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শহিদুজ্জামান জানিয়েছেন।

তোফাজ্জলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা ওই বাসের যাত্রী মুশফিকুর রহমান বলেন, ঠিকানা পরিবহনের বাসে তিনি বকশীবাজার থেকে উঠে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ফজলে রাব্বি হলের সামনে এসে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে জোরে ধাক্কা দেয়। এতে বাসের গ্লাস ভেঙে ওই যাত্রী আঘাতপ্রাপ্ত হন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আইডি কার্ড থেকে পরিচয় জানা গেছে। তাঁর বাবার নাম আবদুল বাতেন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।