ডিএমপির কমিশনারের দায়িত্ব নিলেন মাইনুল হাসান

ডিএমপির নতুন কমিশনার মো. মাইনুল হাসানছবি: ডিএমপির সৌজন্যে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মাইনুল হাসান।

আজ বুধবার বিকেলে ডিএমপির সদর দপ্তরে যোগ দেন মো. মাইনুল হাসান। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, নতুন কমিশনার ঢাকা মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় ডিএমপির সব সদস্য ও নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে ডিএমপির নতুন কমিশনার হিসেবে পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়।

মাইনুল হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করছিলেন। তিনি ডিএমপির কমিশনার হিসেবে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।