ঢাকায় ‘আর্কা ফ্যাশন উইক’ শুরু

দেশের ফ্যাশন-বাণিজ্যকে নতুন পথ দেখানো এবং বিভিন্ন বয়স, শ্রেণি ও পেশার মানুষকে আকর্ষণ করাই এই আয়োজনের লক্ষ্য
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হলো ‘আর্কা ফ্যাশন উইক ২০২৩’। আর্কা স্টুডিওর উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী আয়োজনটিতে গোল্ড পার্টনার হিসেবে প্রথম আলো ডটকম এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে হাল ফ্যাশন।

দেশের ফ্যাশন-বাণিজ্যকে নতুন পথ দেখানো এবং বিভিন্ন বয়স, শ্রেণি ও পেশার মানুষকে আকর্ষণ করাই এ আয়োজনের লক্ষ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্বিবার্ষিক এই ফ্যাশন উইকে ৩৫টি ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনার অংশ নেবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ১০০ টাকা।

কাল শুক্রবার এবং পরশু শনিবার অনুষ্ঠিত হবে আটটি ফ্যাশন শো কিউ, যাতে অংশগ্রহণ করবে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, ট্যাপারড, মরে, ফ্রম ঢাকা, গুজেল, প্রকৃতজন, অমি, বারকিউ, প্রজেক্ট অমি, টুউইলস, কালারস ঢাকা, কিনো, আর রহমান, অরণ্য ও কাঁঠাল। নতুন ও সম্ভাবনাময় ডিজাইনারদের পাশাপাশি ইউরোপ ও আমেরিকাভিত্তিক ক্রেতাদের জন্য কাজ করছেন—এমন ১৫ জন ডিজাইনার ও শিক্ষার্থীর কাজ দেখা যাবে র‍্যাম্পে। ফ্যাশন শোগুলো অনুষ্ঠিত হবে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

এ আয়োজনে থাকবে ৫০টিরও বেশি দেশীয় ব্র্যান্ড ও ডিজাইনারের স্টল, যেখানে ওয়েস্টার্ন, ফিউশন, ট্র্যাডিশনাল, সাসটেইনেবল, থ্রিফট, শৈল্পিক পোশাকসহ নানা ধরনের অনুষঙ্গ প্রদর্শন ও বিক্রি হবে। এর মধ্যে রয়েছে অরণ্য, সেইপ, স্ট্রাইডেস অ্যান্ড কো, বোস্পোরাস, বিস্কুট ফ্যাক্টরি, দৌড়, ইন্সো, এমআইবি, নাইন টু ফাইভ অ্যাটায়ার, ট্রাইভাল ক্রাফট, আলো ট্রিফট শপ, ঢাকা ভিন্টেজ, জাইমা হোসেন, এঙ্কন এটেলিয়ার, অয়োময়, টোকাই, শৌখিন, অরিয়াম, ওয়াইল্ড ওভেন, রেট্রো বুমিন, আর রহমান, ফোমো, রেনুবালা, স্ট্রাইডেস কো, সেইপ, রানো, ডাক্কা, আফসানা ফেরদৌস ও ট্যাপারড।

এ ছাড়া থাকছে ‘ডিজাইন ল্যাব কর্নার’, যেখানে সাতটি ভিন্ন ডিজাইন স্টেশনে থাকবে ব্লক, প্যাচ ওয়াক, স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ডপ্রিন্ট ও এপ্লিকে, যেখান থেকে আগ্রহী ব্যক্তিরা নিজেই ডিজাইন করে নিতে পারবেন নিজের পোশাক।

দর্শনার্থীদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকবে ১০ জন উদ্যোক্তার মুখরোচক খাবারের প্রদর্শন ও বিক্রয়। আর্ট গ্যালারিতে থাকবে নানা ধরনের শিল্পকর্ম। থাকবে অ্যানালগ থেকে ডিজিটাল বিবর্তনের প্রদর্শন, কিউরেটর হিসেবে থাকবেন সেহেজাদ চৌধুরী ও আদ্রিতা মাহিন খান। এ ছাড়া রাশিম সাবাব, তীর্থ, আদ্রিতা মাহিন খান, আবরার সাদমান অর্ণব, আবির খালিদ, ইহফায রেদোয়ান, ইমরান হাসান, সাকিব তন্ময় এবং দুজন শব্দশিল্পী দামীর খান, সিয়ামসহ ১০ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শন করা হবে।
থাকছে জনপ্রিয় ব্যান্ড দলের সংগীত পরিবেশনা। আজ ব্যান্ড ‘মেঘদল’ ও ‘স্মুচেস’, কাল ‘জলের গান’ এবং পরশু সংগীত পরিবেশন করবে ব্যান্ড ‘কার্নিভ্যাল’ ও ‘ডেডস ইন দ্য পার্ক’।

এ আয়োজনের গোল্ড পার্টনার প্রথম আলো ডটকম, উটাহ গ্রুপ, বিজিএমইএ ও প্যারামাউন্ট টেক্সটাইল; স্ট্র্যাটেজিক পার্টনার হাল ফ্যাশন, প্রাইম ব্যাংক, ভাই ভাই প্রোডাকশন, ব্লিটজ, আইস টুডে, গালা মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুন বাই নভিন আহমেদ, আলোকি ও বাইলা; প্যাট্রন পার্টনার রেইভ, ক্যাফ ও কোনা ক্যাফে এবং সিলভার স্পনসর ইওইওসো বাংলাদেশ।

আর্কা ফ্যাশন উইকে রেজিস্ট্রেশন করা যাবে এ। বিস্তারিত জানা যাবে আর্কার ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থেকে।

বিজ্ঞপ্তি