রাজধানীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর ওয়ারীতে আজ শনিবার পানিভর্তি বালতিতে পড়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আমেনা খাতুন। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টায় তাঁর স্ত্রী রান্নাঘরে ছিলেন। এ সময় বাথরুমে ঢুকে পানিভর্তি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে যায় মেয়ে আমেনা। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিন সন্তানকে নিয়ে পরিবারটি ওয়ারীর বনগ্রাম সড়কের একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন। তিন ভাই-বোনের মধ্যে আমেনা ছিল সবার ছোট।