শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তির দাবি

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘গৃহকর্মী জাতীয় সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত হয়ছবি: অক্সফাম ইন বাংলাদেশের সৌজন্যে

শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তি, শ্রমিক হিসেবে স্বীকৃতিসহ গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘গৃহকর্মী জাতীয় সম্মেলন ২০২৪’ থেকে এসব দাবি জানানো হয়। সম্মেলনের আয়োজক অক্সফাম ইন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠন। অক্সফাম ইন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সময় এখন গৃহকর্ম ও গৃহকর্মীর’ এই প্রতিপাদ্যে সম্মেলনটি হয়। এতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক গৃহকর্মী অংশ নেন। সম্মেলনে শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করে তাঁদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়াসহ গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়নের দাবি জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, গৃহকর্মীদের ছুটিছাটা নেই। তাঁরা যেখানে রান্না করেন, সেখানেই ঘুমান। তাঁরা নির্যাতনের শিকার হন। এমনকি তাঁরা হত্যাকাণ্ডের শিকার পর্যন্ত হন। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন, গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তির দাবির সঙ্গে একমত প্রকাশ করেন তিনি।

অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য শিরীন আখতার বলেন, গৃহকর্মীরা যৌন হয়রানিসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন। তাঁদের সামাজিক মর্যাদা নেই। পেশা হিসেবে কাজের কোনো স্বীকৃতি নেই।

সম্মেলনে গৃহকর্মীরা নিজেদের অধিকার, বঞ্চনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁরা ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রে নির্যাতন, পর্যাপ্ত ছুটি না থাকার মতো বিষয় তুলে ধরেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএসকের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ। স্বাগত বক্তব্য দেন অক্সফাম ইন বাংলাদেশের এ দেশীয় পরিচালক আশীষ দামলে।