দারুস সালাম থেকে ডাকাত সন্দেহে চারজন গ্রেপ্তার, দেশি অস্ত্র উদ্ধার

দেশি অস্ত্রসহ গ্রেপ্তার চার ব্যক্তিছবি: সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি দল। শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছে সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৮), মো. সবুজ মিয়া (২০), মো. কাউছার (২৬) ও মো. ওসমান গনি (২৫)। এ সময় তাঁদের হেফাজত থেকে ৮টি চাকু, ৫টি রামদা, ৪টি হাঁসুয়া (একধরনের চাপাতি) ও ১টি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।